খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ২৩শে অক্টোবর ২০২৪

১১ বছর পর ইতালি চ্যাম্পিয়ন ইন্টার মিলান

0

ইউরোপিয়ান সুপার লিগের পুরনো ক্ষোভ নতুন করে জ্বলে উঠেছে ম্যান ইউ সমর্থকদের মাঝে। ইএসএলের পক্ষে ক্লাবের হয়ে প্রথম বিবৃতি দেয়া ভাইস-প্রেসিডেন্ট জোয়েল গ্ল্যাজারসের পদত্যাগের নতুন করে দাবি তুলেছে তারা।

মাঠেও ঢুকে পড়ে এসব উত্তেজিত সমর্থকরা। ফলে কর্তৃপক্ষ ম্যান ইউ-লিভারপুল ম্যাচটা বাতিল করতে বাধ্য হয়। এতে দীর্ঘায়িত হলো ম্যানচেস্টার সিটির শিরোপা নিশ্চিতের ব্যাপারটিও।

অন্যদিকে, ইতালিয়ান সিরিআতে গত ৯ বছর ধরে একাই রাজত্ব করেছে জুভেন্টাস। এসি মিলান, ইন্টার মিলান এর মত ক্লাবগুলোর চলছিল দুর্দশা।

তবে এবারের মৌসুমে পুরো ভিন্ন চিত্র। জুভেন্টাসের গত ৯ বছরের একচেটিয়া শিরোপা জয়ে এবার ইতি টেনেছে ইন্টার মিলান।

আরো চার রাউন্ড খেলা বাকি থাকলেও, ১৩ পয়েন্ট এগিয়ে থাকায় নিজেদের ১১ বছরের সিরি আ ট্রফির অপেক্ষা ঘুচালো ইন্টার মিলান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy