আইপিএলে মুস্তাফিজ ঝলক
কাটার মাস্টার মুস্তাফিজ কি তাহলে ছন্দে ফিরছেন? রোববার রাতে রাজস্থানের ম্যাচ যারা দেখেছেন তারা এর কিছুটা আঁচ করতে পারার কথা।
মুস্তাফিজের আলো ছড়ানোর রাতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে তার দল পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫৫ রানের জয়। টুর্নামেন্টে রাজস্থানের তৃতীয় জয়ের সাথে আইপিএলে দ্য ফিজের দ্বিতীয় সেরা বোলিং ২০ রানে ৩ উইকেট। আর চলতি মৌসুমে সাত ম্যাচে এটিই তার সেরা বোলিং। এ ম্যাচে ৪ ওভার বোলিং করে হজম করেছেন মাত্র দুটি বাউন্ডারি।
বেয়ারস্টো ও মনিশ পান্ডের উদ্বোধনী জুটি যখন রাজস্থানকে দুর্ভাবনায় ফেলে দেয়, তখন ত্রাতা হয়ে আসেন ফিজ। ৬ ওভারে ওই জুটি তুলে ফেলে ৫৭ রান। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই দলকে এনে দেন ব্রেক থ্রু। আউট করেন মনিশকে। এরপর নেন দুই আফগান মোহাম্মদ নবী আর রশীদ খানের উইকেটও।
এই নিয়ে ৭ ম্যাচে এবার মুস্তাফিজের শিকার হলো ৮ উইকেট। ওভারপ্রতি রান ৮.২৯।
তাই বলাই যায়, এবারের আইপিএল অন্তত খারাপ কাটছেনা মুস্তাফিজের।