চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিম উদ্দীন; সহকারী নেজামত আলী
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) নির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম জেলা ফুটবল দলের কোচ নাজিম উদ্দীন ও সহকারী নেজামত আলী মনোনীত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ -এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠিত হয়েছে।
বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ ও ১৯ জাতীয় দল, চট্টগ্রাম বিভাগ ও জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় নাজিম উদ্দীন নাজুকে কোচ হিসেবে মনোনীত করা হয়েছে।
তার সাথে চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো: নেজামত আলীকে সহকারী কোচ করা হয়েছে।
ইতিমধ্যে, দুইদিনের (সিনিয়র ফুটবল ট্রায়াল) বাছাই কার্যক্রমের মাধ্যমে ৩৪ জন ফুটবলার নিয়ে চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ৩০ আগস্ট মুন্সিগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ ফ্লা. লে.মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ -এর যাত্রা শুরু হবে।
টুর্নামেন্টটি উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চলমান বর্ষা মৌসুমে অনেক জেলা স্টেডিয়ামের মাঠ অনুপোযুক্ত থাকায় মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে খেলা পুরোদমে শুরু হবে।
২০০৮ সাল থেকে জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সৃষ্টি হয়েছে।
আলাদা সংগঠন হলেও ডিএফএ’র নিজস্ব কোনো মাঠ নেই। ফলে জেলা ক্রীড়া সংস্থার উপরই নির্ভরশীল হয়ে থাকতে হয় খেলা আয়োজনে।
তিন বছর পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে শুরু হবে এই টুর্নামেন্ট।
দেশের ৬৪ জেলা ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে।
- প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।
- দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে।
প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চুড়ান্ত পর্বে উন্নীত হবে। এরপর-
- চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব সিক্সটিনের খেলা
- কোয়ার্টার ফাইনাল ৪টি
- সেমিফাইনাল ২টি খেলা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ১১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।