শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪
বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ড্র করেছে স্পেন-জার্মানি। গ্রুপ অফ ডেথকে আরও জমিয়ে দিল ম্যাচটি। আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে। শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে জার্মানির হয়ে গোল করেন ফুলক্রুগ। ফলে বিশ্বকাপে টিকে রইলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ বিশ্বকাপ জয়ের পরের ২০১৮ বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি।
আরো পড়ুন
কাতার বিশ্বকাপের স্পেন-জার্মানি ম্যাচে ৫৬ মিনিটে নিজের ভুল নিজেই শুধরালেন সিমোনের। একটি বল ফেরৎ দিতে গিয়ে সেটি তুলে দেন জার্মানি ফুটবলারের পায়ে। সেখান থেকে গোলের সুযোগ তৈরি করে জার্মানির। কিমিচের শট বাঁচান সিমোনে।
৬২ মিনিটে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পরিবর্তে নেমেই স্কোর করলেন মোরাতা। আলবার পাস ধরে দুরন্ত গোল মোরাতার।
ম্যাচের ঠিক ৮৩ মিনিটে স্পেনের হয়ে গোল করলেন পরিবর্তে নামা স্ট্রাইকার মোরাতা। আর জার্মানির হয়ে সমতা ফেরালেন পরিবর্তে নামা স্ট্রাইকার ফুলক্রুগ। মুসিয়ালার থেকে পাস পেয়ে দুরন্ত গোল করে ফুলক্রুগ।
জার্মানদের বিরুদ্ধে স্পেনের প্রথম একাদশ একটিই পরিবর্তন,সিজার আজপিলিকুয়েতার জায়গায় কার্ভাহাল। জার্মানির প্রথম একাদশে জোড়া পরিবর্তন। প্রথম একাদশে নেই শ্লটেরব্যাক এবং কাই হাভার্ৎজ।
শেষ পর্যন্ত জিততে পারল না কোনও দলই। শেষের দিকে জার্মানি আক্রমণের ঝাল তীব্র ভাবে বাড়িয়েছিল। ফুলক্রুগ গোলও করে সমতাও ফেরান। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। এ দিনের ম্যাচ ড্র করে বিশ্বকাপে লড়াইয়ে টিকে থাকল জার্মানি। তবে নকআউটের জন্য অপেক্ষা করতে হবে স্পেনকে।
ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে জার্মানির পয়েন্ট ১ এবং আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।বিশ্বকাপের নকআউটে
পূর্ববর্তী সংবাদ
বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক, ক্রোয়েশিয়ার কাছে উড়ে গেল কানাডা
পরবর্তী সংবাদ