খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

বার্সা-রিয়াল ম্যাচের আগে বাকযুদ্ধে জড়ালেন উভয় পক্ষ

আজ (২৬ অক্টোবর, রোববার) মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এমন উত্তাপ ছড়ানো ম্যাচে মাঠের দ্বৈরথের পাশাপাশি যে কথার লড়াই না হলে তা অপূর্ণ রয়ে যায়। সেই লড়াইয়ের শুরুটা এবার করেছেন বার্সার আক্রমণভাগের প্রধান তারকা লামিনে ইয়ামাল। রিয়ালের বিরুদ্ধে তিনি ‘চুরি’‘ছিঁচকাঁদুনে’ স্বভাবের অভিযোগ তোলার পর থেকে বাকযুদ্ধে জড়িয়েছে উভয় পক্ষ। 

বার্সার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে এক অনুষ্ঠানে লামিনে ইয়ামাল বলেন,

‘হ্যাঁ (রিয়ালও একই রকম), তারা চুরি করে আর অভিযোগ করে। (সব সময়) তারা এটাই করে।’

বার্সেলোনা মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে প্রতিপক্ষের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে যাবে। সেখানে খেলা কঠিন কি না এমন প্রশ্নে ইয়ামালের জবাব,

‘বার্সার জন্য বার্নাব্যু কঠিন নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম। আমি ইতিমধ্যেই (সেখানে গোল) করেছি, তুমি কি ভুলে গেছ?’

১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ডের করা অসম্মানজনক মন্তব্য অবশ্য গায়ে মাখলেন না রিয়ালের কোচ জাবি আলোনসো। তিনি বলেন,

‘(অন্য বিষয়ে ভাবার চেয়েও) এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এই বিতর্কে যাব না। বার্সেলোনার অনেক মানুষ অনেক মন্তব্য করছে এবং আমি সেসব নিয়ে মন্তব্য করতে পারব না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ, মাঠে যা হবে তাই। পেছনে আমরা কী করেছি এবং সামনে কী অপেক্ষা করছে, এটাই আমার ভাবনার বিষয় এবং এটা নিয়েই আমরা কাজ করছি।’

তবে আলোনসোর মতো ভদ্র অবস্থানে থাকতে রাজি নন রিয়ালের অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল। স্প্যানিশ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, নিজের জাতীয় দলের এই সতীর্থকে জবাবটা তিনি মাঠেই দিতে চান।
একইসঙ্গে ইয়ামালের বক্তব্য অনুপযুক্ত এবং খেলোয়াড়দের ঐক্য নষ্ট করতে পারে বলেও মনে করেন কারভাহাল।

মজার বিষয় হচ্ছে– কিছুদিন আগে এই রিয়াল তারকা মাঠের বাইরের বিতর্ক নিয়ে ইয়ামালের পক্ষে দাঁড়িয়েছিলেন।

খেলোয়াড়দের চেয়ে এই বাকযুদ্ধে বরং বেশি জড়াচ্ছে বার্সা ও রিয়ালের সমর্থকরা। প্রতিপক্ষ শিবিরের ক্ষোভ বাড়িয়েছে পিকের আরেকটি মন্তব্য।

তিনি বলেছেন,

‘লামিনেকে নিয়ে মাদ্রিদে এত মাতামাতির কারণ আমরা বুঝি। তারাও একজন লামিনেকে পেতে চায়। না পাওয়ার কষ্ট থেকে এত কথা বলছে।’

বার্সা-রিয়াল ম্যাচের আগে বাকযুদ্ধে জড়ালেন উভয় পক্ষ

অবশ্য এমন বিতর্ক ম্যাচে রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন বার্সেলোনার আরেক স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা,

‘এটি ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এমন কোনো (বিতর্কিত) মন্তব্য হোক না হোক, সবসময়ই এমন ম্যাচ আকর্ষণীয়।’

সাবেক এই মিডফিল্ডার বলছেন,

‘মাঠে কী ঘটে আমরা দেখব। খেলার আগে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যে, মানুষ কী বলছে। এমন সংবাদের আপডেট নিতেও আমি বেশি অভ্যস্ত নই। কেউ কেউ বলবে এটি ওয়ার্মআপ ম্যাচ এবং আবার কেউ পছন্দ করবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে কী ঘটে।’

আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় বার্সা-রিয়াল এল ক্লাসিকো শুরু হবে। 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy