নাসার ‘কমপ্রেশন বুট’ প্রযুক্তিতে সেরে উঠছেন নেইমার
ইনজুরি-নেইমার! এই দুইটিই যেন মুদ্রার এপিট-ওপিট। একে অন্যকে ছাড়া যেন কাটেই না। তেমনি সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেই চিরায়ত চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে সুইজাল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।
চোটের সাথে থাকতে থাকতে যেন কিভাবে দ্রুত সেরে উঠতে হয়; সেই প্রক্রিয়াও শিখে গেছেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার। এবার তিনি নাসার প্রযুক্তি ব্যবহার করছেন। ইনস্টাগ্রামে এক ছবি প্রকাশ করে নেইমার নিজেই জানিয়েছেন।
নাসার এই প্রযুক্তির নাম ‘কমপ্রেশন বুট’। এটি দ্রুত পায়ের চোট সেরে ওঠার জন্য ব্যবহার করা হয়। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া–পায়ের রক্ত সঞ্চালন সক্রিয় করে এবং মাংসপেশির ফোলা ও ব্যথা কমায়, পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমায়, জমে থাকা ল্যাকটিক অ্যাসিড ও নরম টিস্যুর ব্যাধি দূর করে এবং হাড়ের সমস্যা সারিয়ে তোলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে খেলার সময় কড়া ট্যাকলের শিকার হয়ে ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের।