নারী এশিয়া কাপ: ভারতের সপ্তম না শ্রীলঙ্কার প্রথম
দেখতে দেখতে আজ পর্দা নামতে যাচ্ছে নারী এশিয়া কাপের। আর মাত্র কয়েক ঘণ্টা পর জানা যাবে; কার মাথায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে। সেই ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ছয় বারের চ্যাম্পিয়ন ভারত ও প্রথমবার শিরোপা জয়ের অপেক্ষায় থাকা শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১.৩০ মিনিটে।
গত বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারত ৭৪ রানে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রাখে। আর শ্বাসরুদ্ধকর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে শ্রীলঙ্কা।
টুর্নামেন্টে এর আগে ৬ বার জিতেছে ভারত। অন্যদিকে ৪ বার ফাইনাল খেলেও শ্রীলঙ্কা একবারও শিরোপা ছুঁতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা।