বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স। পুরো ম্যাচে ব্যাটে-বলে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে দলটি।
লিটন-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করল নুরুল হাসান সোহানের দল।
ম্যাচের শুরুর দিকে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমই যা একটু ঝোড়ো ব্যাটিং করলেন।
বাকি ম্যাচজুড়ে চট্টগ্রাম রয়্যালসের বলার মতো হলো না কিছুই। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্যে চট্টগ্রামকে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট করেছে রংপুর রাইডার্স।
এরপর ডেভিড ম্যালানের ফিফটিতে ভর করে সেই রান তারা ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারেই টপকে গেছে।
ব্যাটে-বলে ধ্বংসযজ্ঞ চালিয়ে ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রংপুর।


