শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তমবারের মত এশিয়ার সেরা ভারত
গেল আসরে ট্রফিটা একটুর জন্য হাতছাড়া বাংলাদেশের কাছে। এইবারতো রীতিমতো দুমড়ে মোচড়ে দিলেন প্রতিপক্ষকে। এই নিয়ে সপ্তম বার এশিয়া কাপ ট্রফি হাতে তুলল ভারত। সিলেটে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল স্মৃতি মান্দানা-হারমন প্রীতিরা।
নারী এশিয়া কাপের ফাইনালে শনিবার টস হেরে আগে বল হাতে নিয়ে লঙ্কানদের ৯ উইকেট তুলে নিয়ে মাত্র ৬৫ রানে আটকে রাখে ভারত। ছোট লক্ষ্য তাড়ায় ভারত পৌঁছে যায় ৮.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে। স্মৃতি মান্দানা খেলেন ২৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫১ রানের দুর্দান্ত ইনিংস।
INDIA 🇮🇳 ARE THE ASIA CUP CHAMPIONS!
A comprehensive victory over Sri Lanka 🇱🇰 sees them lift the prestigious trophy. 🏆
They have been dominating the entire tournament and have overcome every challenge thrown at them!#INDvSRL #WomensAsiaCup2022 #AsianCricketCouncil #ACC pic.twitter.com/sSUsuMlhjb
— AsianCricketCouncil (@ACCMedia1) October 15, 2022
এরআগে সিলেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে বল হাতে নিয়ে শুরু থেকেই দাপট দেখায় ভারত। দলীয় ৮ রানে চামারি আতাপাত্তুকে রান আউট করে সাঝঘরে ফেরান তারা। এরপর একরান যোগ হতেই হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার মূল্যবান ৪টি উইকেট তুলে নেয় ভারতের বোলাররা।
এদিকে অশাধি রানাসিংয়ের ১৩ রান আর ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ ছাড়া আর কেউই রানে দুই অংক ছুঁতে পারেননি। ভারতের হয়ে রিকু শিং ৩ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এদিকে গায়কোয়াদ ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন।