বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন
টি-২০ বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে জায়গা পেয়েছে স্ট্যান্ডবাই হিসেবে থাকা দুই ক্রিকেটার সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। সেইসঙ্গে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ব্যাটার সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এশিয়া কাপের তিন ম্যাচের সঙ্গে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলে ভালো কিছু উপহার দিতে পারেননি সাব্বির। অন্যদিকে সাইফউদ্দিন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান দিয়েছেন অনায়েসে। ফলে ম্যাচ হারের কারণও হয়েছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের মূল পর্বে নামার আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ অক্টোবর মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।