বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে এক বুক স্বপ্ন নিয়ে প্রথমবার খেলতে এসে যেন পরাজয়ের গোলকধাঁধায় আটকে গেছে নোয়াখালী এক্সপ্রেস। পরাজয়ের হাটট্রিক করে রীতিমতো দিশেহারা দলটি।
নোয়াখালীকে হারিয়ে আবার জয়ের পথে ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স।
আজ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটাও একেবারেই একপেশে হলো। ব্যাটিংয়ে অল্প রানে প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে সহজে জয় তুলে নেয়া— একইরকম দৃশ্যপট।
প্রথম দুই ম্যাচ হারা নোয়াখালী আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে তৃতীয় ম্যাচে অধিনায়ক সৈকত আলীকে একাদশেই রাখেনি।
কিন্তু নতুন অধিনায়ক হায়দার আলীর নেতৃত্বেও তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে তো পারেনি বরং পরাজয়ের হাটট্রিক করে মাঠ ছেড়েছে নোয়াখালী।
আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে তারা।
সেই রান ১৭.৫ ওভারেই ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী।

