গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দরাবাদের কোচিং বিভাগে আবারো রদবদল। হায়দরাবদকে ট্রফি জেতানো কোচ টম মুডির বদলে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। গেল মৌসুমে লারা ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করেছিলেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) লারাকে কোচ করার ব্যাপারে সমাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স লেখে, ‘আমাদের সঙ্গে টম মুডির সময় শেষ হয়েছে। টম আমাদের জন্য যা করেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের এই সফরটা সুমধুর ছিল। ওর ভবিষ্যতের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।’
২০২১ মৌসুমে সানরাইজার্স ১৪টা ম্যাচের মধ্যে ১১টাতে হেরেছিল। ২০২২ সালে তারা অষ্টম স্থানে শেষ করে আইপিএল। ১৪টা ম্যাচে তারা হেরে যায় ৮টি-তে। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করলেও খারাপ সময় চলতে থাকে সানরাইজার্সের। তবে মুডির কোচিংয়ে ফ্রাঞ্চাইজিটি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্লে অফে খেলেছিল। যার মধ্যে ২০১৬ সালে তারা চ্যাম্পিয়ন হয়।