চট্টগ্রামে শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ, সরাসরি দেখাবে এন স্পোর্টস
জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২২
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লিঃ এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২২’। এই উপলক্ষে আজ (শনিবার) সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে উদ্বোধন হবে জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগটি। সরাসরি লিগ পদ্ধতিতে মোট ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। প্রতি ম্যাচে দেয়া হবে সেরা খেলোয়াড়ের পুরস্কার। দেয়া হতে পারে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।
এ লিগে ১০ দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো: কাস্টমস এস. সি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মাদারবাড়ী উদয়ন সংঘ, চ.ব.ক ক্রীড়া সমিতি, বি.সি.আই.সি ক্রীড়া সংসদ ও শতদল ক্লাব। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে, আট লক্ষ পচাঁশি হাজার টাকা মাত্র।
উক্ত টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আ. ন. ম. ওয়াহিদ দুলাল ও সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ ক্রীড়া সংগঠক ও সিজেকেএস কর্মকর্তারা।
৫ই সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া; প্রিমিয়ার ফুটবল লিগটির ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে, চট্টগ্রামের প্রথম অনলাইন স্পোর্টস চ্যানেল ও নিউজ পোর্টাল এন স্পোর্টস। লিগের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে এন স্পোর্টসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।
