টেনিসকে বিদায় বলে দিলেন নারী টেনিসের তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস চলতি ইউএস ওপেনে মহিলাদের ডাবলসে হেরে গিয়েছিলেন। এবার মহিলাদের একক ইভেন্টে হেরে বিদায় নিলেন তিনি।
ইউএস ওপেন শুরুর আগেই সেরেনা ইঙ্গিত দিয়েছিলেন, পেশাদার টেনিসে এটাই হতে পারে তার শেষ টুর্নামেন্ট। হলোও তাই। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টমলিয়ানোভিচের কাছে হেরে টেনিসকে বিদায় জানালেন সেরেনা। ম্যাচের শেষে ফলাফল ৫-৭, ৭-৬, ৬-১।
হারের হতাশা নিয়ে কোর্ট ছাড়লেন সেরেনা।পাশাপাশি টেনিস জীবন থেকেও অবসর নিয়ে নিলেন তিনি।১৯৯৯ সালে যে ইউএস ওপেন জিতে শুরু হয়েছিল সেরিনার গ্র্যান্ড স্ল্যাম জয়যাত্রা, সেই গ্র্যান্ড স্ল্যামেই শেষ ম্যাচ খেললেন তিনি। ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম (একক ইভেন্ট)। রয়েছে অলিম্পিকে সোনা।