খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪

শুভ জন্মদিন অ্যান্ড্রু সানডাম!

0

আজ বিশ্বে প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরিয়ান; অ্যান্ড্রু সানডামের ১৩২ তম জন্মদিন। তিনি ৬ জুলাই ১৮৯০ সালে লন্ডনের স্ট্রিটামে জন্ম গ্রহণ করেন। সানডাম একজন ডানহাতি ইংলিশ ব্যাটার। ১৯২১ সালের ১৩ আগস্ট টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক তার।

অ্যান্ড্রু সানডাম বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৩০ সালে ৩ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে স্পর্শ করেন অবিশ্বাস্য ৩২৫ রানের মাইলফলক। এবং এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

সানডাম দেশের জার্সি গায়ে খেলেন ১৪ টি টেস্ট। ২ সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতকে তার রান সংখ্যা ছিল ৮৭৯। এছাড়াও প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ৪০ হাজারেরও বেশি রান তার।
১৯২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফর্মেন্স করে মনোনীত হন ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেনের বর্ষ সেরা’ ক্রিকেটার।

অ্যান্ড্রু সানডাম ১৯৮২ সালের ২০ এপ্রিল ৯১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তবে এই কৃতি ক্রিকেটারের ১৩২ তম জন্মদিনে শ্রদ্ধাভরে স্বরণ করছে ক্রিকেট বিশ্ব।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy