শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সংকটের কারণে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা উঠেছিল। অবশেষে কেটে গেল সেই শঙ্কা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতেই হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী মিরপুরে মঙ্গলবার বলেছেন, ‘মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ আরো একটি দল অংশ নেবে।
২০২০ এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার। করোনাভাইরাসের কারণে পিছিয়ে ২০২১ সালে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে ২০২২ সালে হচ্ছে সেটি।