শাস্তি পেল বাংলাদেশ দল
মাঠের পারফরম্যান্সে খুব একটা ভালো সময় পার করছে না বাংলাদেশ দল। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খুব একটা ভালো অবস্থায় নেই মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া টাইগাররা এবার পেল আরও একটি দুঃসংবাদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি শাস্তির মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হলো দলের সবাইকে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেধে দেওয়া সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি। পিছিয়ে ছিল এক ওভারের ব্যবধানে। সে কারণে আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারিজের রিচি রিচার্ডসন বাংলাদেশ দলের সবাইকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন।
এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে বৃহস্পতিবার।