শুভ জন্মদিন মোহাম্মদ আশরাফুল
আজ বিশ্বের সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুলের ৩৮ তম জন্মদিন। ১৯৮৪ সালের ৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম অ্যাশের। বিকেএসপির ছাত্র আশরাফুল ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে লাল-সবুজের জার্সি গায়ে জড়ান।
আশরাফুল জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন সব ফরম্যাটে। এবং অধিনায়কত্বও করেছেন তিন ফরম্যাটে। ২০০১ সালের ৬ সেপ্টেম্বর অভিষেক হয় লাল বলে। ওই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে হাঁকান বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি। খেলেন ১১৪ রানের ইনিংস।
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশরাফুলের হার না মানা সেঞ্চুরি সহ; এমন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের বিখ্যাত কিছু জয়ে অবদান রাখা অ্যাশের জীবনে নেমে আসে এক কলঙ্কিত অধ্যায়। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হন সবধরনের ক্রিকেট থেকে।
তবে এসব ছাপিয়ে আশরাফুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক নাম। এছাড়াও আজ ভারতের আরেক লিজেন্ডারী ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির ৪১ তম জন্মদিন। এই দুই ক্রিকেট কিংবদন্তীর জন্মদিনে শুভেচ্ছা…