খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ২৮শে মার্চ ২০২৩

crackthunder.com

fullwarezcracks.com

techiedownloads.com

usecrack.com

imagerocket.net

techbytecode.com

pspdev.org

takwin.info

সম্প্রচার জটিলতায় বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

0

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান বাংলাদেশ ক্রিকেট দল। ১৬ জুন (আগামীকাল) অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। তবে এই সিরিজ নিয়ে সম্প্রচার জটিলতা কাটেনি এখনও।

সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনা কোম্পানি ও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে বনিবনা না হওয়ায় খেলা সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমনই ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

তিনি আরও বলেন, যেহেতু সম্প্রচার স্বত্ব তৃতীয় পক্ষের হাতে, তাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু করার নেই। বিষয়টি সম্প্রচার স্বত্বাধিকারী কোম্পানি ও টেলিভিশনের মধ্যে চুক্তির ব্যাপার।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। সাম্প্রতিক সময়ে টিএসএমের কেনা স্বত্ব থেকেই ‘ফিড’ নিয়ে কনসর্টিয়ামের মতো করে দেশের টিভিতে খেলা সম্পচার করা হয়। কনসোর্টিয়ামের ফিড থেকে টি স্পোর্টস ও গাজী টিভি খেলা সম্প্রচার করে আসছে।

সম্প্রতি টোটাল স্পোর্টস মার্কেটিং টিএসএমের সঙ্গে ঐ কনসর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বের কারণে কনসর্টিয়াম নীতিগতভাবে টিএসএমের কাছ থেকে ফিড নিতে আগ্রহী নয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ সিরিজের টিভি প্রচারস্বত্ব টিএসএমের কেনা, তাই তাদের কাছ থেকে ফিড না নিলে বাংলাদেশে খেলা টিভিতে দেখানো যাবে কি না তা নিয়েই তৈরি হয়েছে বিরাট জটিলতা।

এদিকে টি-স্পোর্টস অথবা জিটিভির মতো চ্যানেলগুলো থেকে সিরিজ সম্প্রচারের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে।

crackthunder.com

fullwarezcracks.com

techiedownloads.com

usecrack.com

imagerocket.net

techbytecode.com

pspdev.org

takwin.info

মতামত দিন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy