৫ হাজার রানের ক্লাব থেকে মাত্র ১৯ রান দূরে তামিম
টেস্টে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে ডুকতে তামিম ইকবালের প্রয়োজন আর মাত্র ১৯ রান। আগামীকাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচে মাত্র ১৯ রান করতে পারলেই মুশফিকুর রহিমের পর টেস্টে ৫ হাজার রানের মালিক হবেন এই ড্যাশিং ওপেনার।
২০০৮ সালে ডানেডিন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেকের পর এখন অবধি ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। এছাড়া টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম।
এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। যার ফলে টেস্ট ইতিহাসে ৯৯তম ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে ডুকেন মুশি।