খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

কাতার বিশ্বকাপে চূড়ান্ত ৩২ দল, কোন গ্রুপে কারা

0

চার বছরের প্রতীক্ষার প্রহর প্রায় শেষ।আগামী নভেম্বরে পর্দা উঠবে কাতার ফুটবল বিশ্বকাপের। তার আগেই আমেজ পাওয়া যাচ্ছে বিশ্বের অন্যতম এই আকর্ষণীয় টুর্নামেন্টটির। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে কোন ৩২ দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

মঙ্গলবার আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে আন্তমহাদেশীয় প্লে-অফে মুখোমুখি হয় কোস্টারিকা ও নিউজিল্যান্ড।শেষ পর্যন্ত কাতারের ফ্লাইট বুক করলো কোস্টারিকা। তারাই সব শেষ দল হিসেবে এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

সুযোগ পাওয়া এ ৩২ দেশ আট গ্রুপে ভাগ হয়ে লড়বে গ্রুপ পর্বের লড়াইয়ে। গ্রুপ পর্বে প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল পরের রাউন্ডে উঠে যাবে।

এর পর এক লেগের নকআউট পর্বে ১৬টি দল লড়বে। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল শেষে ফাইনালে দুটি দল লড়বে সোনায় মোড়ানো ট্রফির লড়াইয়ে।

এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।

গ্রুপ অনুযায়ী দেখে নিন বিশ্বকাপের ৩২ দলের তালিকা-

গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল

গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া

গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান

গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy