খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

ইরাকে আর্চারির এশিয়া কাপের ফাইনালে রোমান সানা

0

ইরাকে এশিয়া কাপ আর্চারির স্টেজ ২ টুর্নামেন্টে ব্যক্তিগত রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠলেন বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা। সেমিফাইনালে উজবেকিস্তানের প্রতিযোগী আমির খান সাদিকভকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণের জন্য নাম লিখান তিনি৷

ইরাকের সুলায়মানিয়া সোমবার প্রথম সেটে জমজমাট লড়াইয়ের পর ২৮-২৭ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেট রোমান জেতেন ২৯-২৮ পয়েন্টে। তৃতীয় সেটেও সাদিকভ পিছু লেগে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হেরে যান ২৮-২৬ পয়েন্টে।

আগামী বুধবার ফাইনালে রোমানের প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান। চৌহান সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি জিতেছেন ৬-৫ সেট পয়েন্টে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy