খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫

জিমিকে ছাড়াই শুরু হকি; থাইল্যান্ডে কোয়ার্টার ফাইনালে আর্চার সাগর

এপ্রিলে ইন্দোনেশিয়ায় শুরু হবে এএইচএফ কাপ টুর্নামেন্ট। সেই লক্ষ্য সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে হকি ফেডারেশন। অনেক আলোচনা-সমালোচনার পরও ফেডারেশনের তরফ থেকে দেশের অন্যতম সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ডাকা হয়নি।  

কুপার টেস্টের জন্য ডাকা ৬২ জনের মধ্যে হাজির হন ৫৭ জন। অনুপস্থিতদের মধ্যে তিনজন অসুস্থ এবং বাকি দুজন আসেননি। জাতীয় স্টেডিয়ামের ট্র্র্যাকে কুপারটেস্টে নামেন কোচ মামুন উর রশিদ। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব ও ট্রেনার আলমগীর ইসলাম।

আজ সকাল সাড়ে আটটা থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় কুপার টেস্ট। এটা মূলত খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা। ১২ মিনিটে ২৮০০ মিটার দৌড়াতে হয়েছে খেলোয়াড়দের। প্রায় পৌঁনে দুই ঘণ্টা কুপার টেস্টের পর বিশ্রাম নেন খেলোয়াড়রা। বিকালে ৫৭ জনকে নিয়ে হকি স্টেডিয়ামে ম্যাচ খেলা হয়।

আজকের অনুশীলন নিয়ে প্রধান কোচ মামুন বলেন,

‘কুপারটেস্টে আমি খুশী। আগামীকালও। দুবেলা অনুশীলন হবে। এরপট বাছাইকৃতদের নিয়ে আবাসিক ক্যাম্প হবে।’

এশিয়ান কাপ আর্চারির কোয়ার্টার ফাইনালে উঠেছেন আর্চার সাগর

অন্যদিকে, থাইল্যান্ডে চলছে এশিয়ান কাপ আর্চারি স্টেজ-১৷ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিয়ান সাগর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রিকার্ভ মহিলা ব্যক্তিগত ইভেন্টে ইতি খাতুন প্রি কোয়ার্টারে হেরে যান। কম্পাউন্ড এককে বাংলাদেশের কোনো আর্চার কোয়ার্টারে পৌঁছাতে পারেননি। আগামীকাল বাংলাদেশের রিকার্ভ দলগত ও মিশ্র বিভাগের খেলা রয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy