খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

ভারতকে হারিয়ে স্বর্ণজিতলেন রোমান সানা-নাসরিন জুটি

0

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়াল্ড র্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশীপে মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

স্বর্ণ জেতাতে ভারতের পার্থ শুকলা-রিধি ফোর জুটিকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে মালয়েশিয়া।

চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারত। পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে লাইমলাইটে চলে আসে বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

চলতি আসরে এই প্রথম স্বর্ণ পদক পেল বাংলাদেশ। এর আগে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ সেটে হারায় বাংলাদেশ দল। সেমিতে কাজাখস্তানকে ৬-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল লাল-সবুজরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy