খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

ম্যানচেস্টার সিটিতেই হালান্ড

0

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেষ্টার সিটিতে পাড়ি জমালেন আর্লিং হালান্ড। এই রেসে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলেছে তারা। নরওয়ের ২১ বছর বয়সী স্ট্রাইকার আর্লিং হালান্ডকে পেতে খরচ করতে হয়েছে রিলিজ ক্লজের ৭ কোটি ৫০ লাখ ইউরো।

ইংল্যান্ডের দৈনিক দ্য অ্যাথলেটিক এর মতে, ‘আর্লিং হালান্ডের সঙ্গে চুক্তি হয়ে গেছে সিটির। এখন শুধু দুই ক্লাবের মধ্যে দলবদলের অঙ্ক আর সে অঙ্ক হাতবদলের অপেক্ষা’।

এদিকে রবার্ট লেভানদস্কি বায়ার্ন ছেড়ে বার্সায় যেতে আগ্রহী হওয়ায় তার জায়গায় হালান্ডকে পেতে জোর চেষ্টা ছিল জার্মান ক্লাবটির। কিন্তু শেষ পর্যন্ত সিটি তাকে পেতে সফল হয়।

ম্যানচেস্টার সিটিতেই খেলেছিলেন আর্লিংয়ের বাবা আলফি হালান্ড। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছিলেন আলফি।

নরওয়েজিয়ান আর্লিং হালান্ড তার ফুটবলীয় জীবন শুরু করেন নিজ দেশের ব্রায়ান এবং এরপর মোলদে ক্লাবে। সেখান থেকে পাড়ি জমান রেড বুল সালজবুর্গে। সেখানে এক বছর খেলে নাম লেখান বরুশিয়া ডর্টমুন্ডে। জার্মান এই ক্লাবে ২০২০ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে ৮৫ গোল করেন হালান্ড।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy