এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণজয়
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ স্বর্ণজয় করেছেন। শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করেন ৬-৪ সেট পয়েন্টে।
প্রথম সেটে ২৮ স্কোর করেন আলিফ । তার প্রতিপক্ষ জাপানি আর্চার মিয়াতা তার চেয়ে এক পয়েন্ট কমে ২৭ পয়েন্ট স্কোর করেন।
তাতে বাংলাদেশের আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পেয়ে এগিয়ে যান৷
দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের স্বর্ণজয়ের সম্ভাবনা বেড়ে যায়।
পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। কিন্তু বাংলাদেশের আর্চার আলিফ তৃতীয় ও চতুর্থ টানা দুই সেটেই হেরে যান৷
মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। এর ফলে ৪-৪ সেট পয়েন্টে খেলায় সমতা আসে।
পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন।
জাপানি আর্চার মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন৷ এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিত হয়।
সোনা জেতায় তাৎক্ষণিকভাবে আলিফকে ১ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক পুরস্কার প্রদান করেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

আলিফ বাংলাদেশের উদীয়মান রিকার্ভ আর্চার। বিকেএসপির এই আর্চার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন কয়েক বছর যাবত। এশিয়ান কাপ আর্চারির স্বর্ণ জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।
তার আগে বাংলাদেশের রোমান সানা এমন কৃতিত্ব অর্জন করেছিলেন৷
আলিফ অত্যন্ত সম্ভাবনাময় একজন আর্চার। তাই বিকেএসপির আরেক আর্চার সাগর ইসলামসহ আলিফকে বিকেএসপি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক পর্যন্ত বিকেএসপির তত্ত্বাবধানে রাখতে ইচ্ছুক।
আর্চার সাগর ইসলাম প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। আলিফও তার সম্ভাবনার পথ উন্মুক্ত করছেন।