খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪

মাঠে ফিরলেন মৃত্যুঞ্জয়ী এরিকসেন

0

ইউরো ২০২০-তে ডেনমার্কের খেলা চলাকালীন হঠাৎ করেই মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তারপর মাঠেই যুদ্ধকালীন ভিত্তিতে লড়াই চালিয়ে তার প্রাণ বাঁচাতে সক্ষম হন ডাক্তাররা।

পরবর্তীতে এই হৃদরোগজনিত সমস্যার কারণে তাঁকে দীর্ঘদিন ফুটবল মাঠের বাইরে থাকতে হয়েছে। সেরিয়ে আ-এ’র নিয়মানুযায়ী হৃদযন্ত্রে সমস্যা থাকলে কোন ফুটবলারকে যেহেতু ইতালির লিগে খেলতে দেওয়া হয় না, তাই ইন্টার মিলানের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাঁর।

বুকে কৃত্রিম যন্ত্র লাগিয়ে ফেরেন সুস্থ হয়ে। তবে লড়াই করে ফিরলেও ক্যারিয়ার থেমে যাওয়ার শঙ্কা ভর করেছিল নানা জটিলতায়। অবশেষে ২৫৯ দিন পর মাঠে ফিরলেন ‘মৃত্যুঞ্জয়ী’ এরিসকেন।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ব্রেন্টফর্ডের হয়ে মাঠে নামেন তিনি। ম্যাচের ৫১তম মিনিটে বদলি নামেন এরিকসেন। তবে ফেরার উপলক্ষটা অবশ্য জয়ে রাঙাতে পারেননি ডেনমার্কের এই তারকা। ঘরের মাঠে তার দল হেরে গেছে ২-০ গোলে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy