ফ্রান্সের কাছে বেলজিয়ামের হার
ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উয়েফা নেশন্স কাপে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে তারা, যেখানে উভয় অর্ধে একটি করে গোল করেছে। র্যান্ডাল কোলো মুয়ানি ও ওসমান দেম্বেলে গোল দুটি করেন।
এই জয়ের ফলে ফ্রান্সের গ্রুপে লড়াই জমে উঠেছে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ফ্রান্স এখন দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামেরও পয়েন্ট সমান ৩। ইতালি দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। প্রথম ম্যাচে ফ্রান্সকে হারানোর পর, ইতালি ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় জয়ও তুলে নিয়েছে। দুই ম্যাচে হেরে ইসরায়েল তালিকার সবার নিচে রয়েছে।
প্রথম ম্যাচে ইতালির কাছে হারের পর ফ্রান্স কোচ বেশ কিছু পরিবর্তন আনেন। কিলিয়ান এমবাপ্পেসহ প্রথম একাদশের আটজনকে বেঞ্চে রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দেন। এই পরিকল্পনা দারুণভাবে কাজে লাগে, যদিও ম্যাচের শুরুতে বেলজিয়াম বেশ চাপ সৃষ্টি করেছিল। কিন্তু ম্যাচের ৩০ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি আসে কোলো মুয়ানির পা থেকে। ওসমান দেম্বেলের একের পর এক আক্রমণ শেষে ৫৭ মিনিটে তার গোল করার আশা পূরণ হয়।
জয়ের পথ অনেকটা নিশ্চিত হওয়ার পর ফ্রান্স কোচ দল পরিবর্তন করতে শুরু করেন, যার মধ্যে ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামানো হয়। যদিও এমবাপ্পে গোলের সুযোগ পেয়েছিলেন এবং স্কোরশিটে নাম লেখানোর চেষ্টা করেছিলেন, তার ভাগ্য সহায় হয়নি। নাহলে ৮৬ মিনিটে তার নামের পাশে একটি গোল লেখা থাকতে পারতো।