হারছেই বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের চরম ব্যর্থতায় মাত্র ৮৪ রানেই অলআউট বাংলার টাইগাররা। যে রান টপকাতে মোটেও বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। সেই সাথে টানা চার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাকিব-সোহান এর অনুপস্থিতিতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হয়ে যান নাঈম। এরপর প্রোটিয়া বোলার কাগিসো রাবাদার জোড়া শিকারে মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। দলের হয়ে রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফেরেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম। এরপর ব্যাট করতে নেমে এনরিখ নর্টিয়া বলে ক্যাচে তুলে মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ হোসেনও ফিরে যান শূন্যতে।
মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
এই চাপ কাটিয়ে বেশিদূর যেতে পারেনি তারা। যদিও শেষ দিকে কিছুটা মেরে খেলার চেষ্টা করেন মাহেদী হাসান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানও আসে তার ব্যাট থেকে। এরপর ১৮.২ বলেই মাত্র ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন রাবাদা ও নর্টিয়া।
জবাবে সহজে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা টাইগার বোলারদের তোপে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৪ রানে আউট হন হেন্ডরিক্স। ডি কক করেন ১৬ রান। এরপর রাশি ভ্যান ডার ডুসেন কে নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমার ৪৭ রানের জুটি প্রোটিয়াদের জয় আরো সহজ করে দেয়। ৩৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
স্কোর:
বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ (মেহেদী ২৭, লিটন ২৪, শামিম ১১, নাঈম ৯; নর্টিয়া ৩/৮, রাবাদা ৩/২০)
দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৮৬/৪ (বাভুমা ৩১*, র্যাসি ২২, ডি কক ১৬;
তাসকিন ২/১৮)