খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫

সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠক, কোয়াবের নির্বাচন নিয়ে আলোচনা

ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ মিরপুরে সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠকে কোয়াবের নির্বাচন নিয়ে হয় আলোচনা।

এ বছর মার্চে জরুরি বৈঠকে বসেছিলেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। যেখানে আগের কমিটি স্থগিত করে দিয়ে সেখানে নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
এ ছাড়া ৮ বিভাগ থেকে দায়িত্ব পান ৮ জন ক্রিকেটার। এরপরও কয়েকবার বৈঠক হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনে মিটিংয়ে বসেছিল কোয়াবের সদস্যরা।
উপস্থিত ছিলেন সাবেক এবং বর্তমান মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটার।
তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন নান্নু ছাড়াও খালেদ মাসুদ পাইলটরাও ছিলেন উপস্থিত।

আজকের বৈঠকে মূলত কোয়াবের পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কবে নাগাদ আয়োজন হবে সেটি নিয়েই সেখানে বৈঠক হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা একজন সিনিয়র ক্রিকেটার জানান, এখন কোয়াবের এক্টিভিটি কম সেটাকে এক্টিভ করার জন্য আলোচনায় বসেছিলেন তারা।
কীভাবে ক্রিকেটারদের পাশে থাকা যায় এসবের পাশাপাশি ক্রিকেটারদের হয়ে কথা বলার বিষয়েও আলোচনা করা হয়েছে।

সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠক, কোয়াবের নির্বাচন নিয়ে আলোচনাবৈঠকে উপস্থিত সবার একটাই চাওয়া ছিল কোয়াব যেন এক্টিভ হয়ে ক্রিকেটারদের পাশে থাকতে পারে।

তিনি আরও জানান,

‘যারা সিনিয়র আছেন দায়িত্বে আছেন তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা নির্বাচিত কমিটি লাগে, সামনে ইলেকশন হবে। ওটার ব্যাপারে কথাবার্তা হয়েছে। তারপর যারা আসবে তারাই কাজ চালিয়ে নেবে।’

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নির্বাচন মূলত ঢাকায় হয়। নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

সকল ক্রিকেটাররা যখন ঢাকায় থাকবেন তখনই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।
তারিখ চূড়ান্তের পূর্বে বেশ কিছু প্রসেস বাকি রয়েছে বলে বৈঠকে উপস্থিত ক্রিকেটাররদের কাছ থেকে জানা যায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy