শ্রীলঙ্কায় সিরিজজয়ী স্কোয়াডেই আস্থা রেখেছে বাংলাদেশ
২০ জুলাই, রোববার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য শ্রীলঙ্কায় সিরিজজয়ী স্কোয়াডেই আস্থা রেখেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়।
যা লঙ্কান ভূমিতে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা।
আজ (১৭ জুলাই, বৃহস্পতিবার) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন টাইগাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফিরেছেন।
লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের।
কেননা কাল থেকেই আবার তাদের অনুশীলনে নামতে হবে। প্রস্তুতি নিতে পাকিস্তান সিরিজের জন্য।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কায় সিরিজজয়ী দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি। দলে একটি পরিবর্তনও নেই।
২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
- লিটন কুমার দাস (অধিনায়ক)
- তানজিদ হাসান তামিম
- পারভেজ হোসেন ইমন
- মোহাম্মদ নাইম শেখ
- তাওহীদ হৃদয়
- জাকের আলী অনিক
- শামিম হোসেন পাটোয়ারী
- মেহেদী হাসান মিরাজ
- রিশাদ হোসেন
- শেখ মেহেদী হাসান
- নাসুম আহমেদ
- তাসকিন আহমেদ
- মোস্তাফিজুর রহমান
- শরিফুল ইসলাম
- তানজিম হাসান সাকিব
- মোহাম্মদ সাইফউদ্দিন।