আবারও মাঠের বাইরে সার্জিও আগুয়েরো
দুঃসময় যেন পিছু ছাড়ছেই না সার্জিও আগুয়েরুর। গত মৌসুমে এই আর্জেন্টাইন ম্যান সিটির হয়ে তেমন মাঠেই নামতে পারেননি মাংসপেশির ব্যাথ্যায়। সেই ব্যাথা সঙ্গী করে এই মৌসুমে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। বার্সেলোনার হয়ে খেলবার আশায়।
পুরনো ব্যাথা পুরোপুরি সেরে না উঠায় বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে পারেনি প্রায় দু’মাস। অবশেষে অক্টোবরের মাঝামাঝি অভিষেক হয় তাঁর। কিন্তু বিপত্তি বাঁধে আবার নতুন করে ২৭ অক্টোবরের আলভেসের বিপক্ষের ম্যাচে। ঠিকঠাকই নেমেছিলেন মাঠে আগুয়েরো। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে মাঠে শুয়ে পড়েন তিনি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর। এর পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে দেখা গেছে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে।
গতকাল সেই বিষয় নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, ‘ আগুয়েরোর হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়েছে। অনিয়মিত হৃৎস্পন্দন অনুভব করছেন তিনি। ডক্টর জোসেফ ব্রুগাডা ডায়গনিস্টিক সেন্টারের অধীনে তিনি চিকিৎসা সারবেন। আগামী তিন মাস সে অনুশীলন বা ম্যাচ খেলার সুযোগ পাবেন না । তবে তার চিকিৎসার ওপর নির্ভর করছে ফিরে আসার সময়।’
বন্ধু লিওনেল মেসির সঙ্গে ক্লাবের হয়ে ড্রেসিং রুম শেয়ার করতে বড় আশা নিয়ে বার্সায় নাম লিখিয়েছিলেন আর্জেন্টিাইন স্ট্রাইকার আগুয়েরো। কিন্তু মেসি ফ্রী ট্রান্সফারে চলে যান পিএসজিতে।
আগুয়েরোর সঙ্গে বার্সা চুক্তি করেছে দুই বছরের জন্য। পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটি গোল পেয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে দেখা যাক, বার্সা ভক্তরা তাঁকে সুস্থ অবস্থায় কতদিন মাঠে দেখতে পান!