খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন রাসেল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ খেলেই ওয়েস্ট ইন্ডিজ দলকে বিদায় জানাবেন তিনি।

২০ জুলাই, রোববার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আন্দ্রে রাসেলকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় বলবেন।
২৩ জুলাই জ্যামাইকার ঘরের মাঠের ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হতে চলেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

রাসেল ২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি খেলছেন। তিনি অবসর নিতে চলেছেন এমন সময়ে, যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাত্র ৭ মাস দূরে।

৮৪ টি-টোয়েন্টি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি টেস্ট এবং ৫৬টি ওয়ানডে খেলেছেন রাসেল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন,

‘বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।’

নিকোলাস পুরানের পর রাসেল শীর্ষস্থানীয় দ্বিতীয় ক্রিকেটার, যিনি দুই মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।

২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন রাসেল।  ২০১৬ সালের ফাইনালে কলকাতায় তিনি নতুন বলে দ্বিতীয় ওভারেই অ্যালেক্স হেলসকে আউট করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন রাসেল

দেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭৮ রান করেছেন রাসেল। গড় ২২, সর্বোচ্চ রান ৭১, স্ট্রাইক রেট ১৬৩.০৮।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০.৫৯ গড়ে ৬১টা উইকেটও নিয়েছেন রাসেল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলে কেকেআরের হয়ে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।

প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকালে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: 

  • শেই হোপ (অধিনায়ক)
  • জুয়েল অ্যান্ড্রু
  • জেডাইয়া ব্লেডস
  • রোস্টন চেইস
  • ম্যাথু ফোর্ড
  • শিমরন হেটমায়ার
  • জেসন হোল্ডার
  • আকিল হোসেন
  • আলজারি জোসেফ
  • ব্র্যান্ডন কিং
  • এভিন লুইস
  • গুডাকেশ মোটি
  • রভম্যান পাওয়েল
  • আন্দ্রে রাসেল
  • শেরফেন রাদারফোর্ড
  • রোমারিও শেফার্ড

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy