পরের রাউন্ডে এক পা দিয়ে রাখলো স্কটল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভ উঠার লড়াইয়ে এক পা এগিয়ে স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারিয়েছে তারা। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে সবার আগে বাদ পড়লো পিএনজি।
প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ ছন্দে থাকা দলটি এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলীয় ২৬ রানে দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে স্কটিশরা। এরপর সংশয় কাটিয়ে তৃতীয় উইকেট জুটিতে রিচি বেরিংটন ও ম্যাথু ক্রসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৫। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান আসে বেরিংটনের ব্যাট থেকে। অন্যদিকে পিএনজির হয়ে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কাবুয়া মোরেয়া।
জবাবে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানেই অলআউট হয় বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পাপুয়া নিউগিনি। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন নরম্যান ভানুয়া। এছাড়া সেস বাউ ২৪, অধিনায়ক আসাদ ভালা ১৮, কিপলিন ডরিগা ১৮ ও চাদ সোপার ১৬ রান করেন।
স্কটিশদের হয়ে ৩.৩ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জশ ডেভি।
স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৬৫/৯ (বেরিংটন ৭০, ক্রস ৪৫, মুন্সে ১৫;
কাবুয়া ৪/৩১, চ্যাড ৩/২৪)
পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ১৪৮/১০ (নরম্যান ৪৭, ছেছে ২৪, কিপলিন ১৮, আসাদ ১৮, ডেভি ৪/১৮)