১২ বছরের রেবেকার ডিজাইন করা জার্সিতে মাঠ মাতাচ্ছে স্কটল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছে স্কটল্যান্ড। একই সঙ্গে বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি তৈরি করে আলাদা নজরে এসেছে স্কটিশরা। মজার ব্যাপার হল, বেগুনি-কালো রঙের সংমিশ্রণে এই জার্সিটি তৈরি করেছেন ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে রেবেকা।
সোমবার এক অফিসিয়াল টুইট বার্তায় রেবেকাকে ধন্যবাদ দিয়ে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, স্কটল্যান্ডের কিট ডিজাইনার ১২ বছর বয়স্ক রেবেকা ডাউনি হেডিংটন থেকে দলের খেলা দেখছেন। তিনি আমাদের প্রথম ম্যাচ নিজের ডিজাইন করা জার্সি পরে টিভিতে উপভোগ করেছিলেন। আবারো ধন্যবাদ রেবেকা।
বিশ্বমঞ্চে কোন দল কীরকম জার্সি পড়ে মাঠে নামবে তা নিয়ে সমর্থকদের নানা কৌতূহল বিরাজ করে সবসময়। সাধারণত, জাতীয় পতাকা কিংবা দেশে সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়। তবে এত কম বয়সী স্কটল্যান্ডের জার্সি ডিজাইন করে এখন রীতিমত তারকা বনে গেছেন রেবেকা।