বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কানাডা
আগামী বছরের জানুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে অংশ নেবে মোট ২০টি দল। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত ১২ দলের। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা।
আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়ে গেছে।
চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে চার দল—কানাডার সঙ্গে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট ছয় ম্যাচ খেলবে।
ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে কানাডা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।
আজ বাছাইয়ের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। ম্যাচটিতে বারমুডা জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮। এরপরও তারা কানাডার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকবে।