টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আজ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল
আনুষ্ঠানিকভাবে আজ বিশ্বকাপ আসরে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ দল। রাতে ওমানের উদ্দেশে বিমান ধরবে মাহমুদউল্লাহ’র দল। আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ এর পর্দা উঠছে। শুরুতে ওমানে টুর্নামেন্টের প্রথম পর্ব খেলবে বাংলাদেশ। এই পরীক্ষায় ঠিক ভাবে উউত্তীর্ণ হতে পারলে আরব আমিরাতে যাবে সুপার টুয়েলভ খেলতে।
রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে লাল সবুজের প্রতিনিধিরা। যেখানে স্ট্যান্ডবাই এবং ১৫ সদস্যের মূল দল, সঙ্গে একজন নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও কয়েকজন সহকারীসহ বিশ-বাইশ সদস্যের একটি দল বিশ্বকাপে মিশনে থাকছেন। সাকিব আর মুস্তাফিজ যোগ দেবেন আইপিএল অধ্যায় শেষ করে।
বাংলাদেশ দলের বিদেশি কোচিং প্যানেলের সকল সদস্য ছুটিতে আছেন। তারা কেউ ঢাকায় পা রাখেননি। নিজ নিজ দেশ থেকে সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দেবেন বলে কথা রয়েছে।
ওমানে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টাইন পালন করতে হবে পুরো দলকে। ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ওমানে অনুশীলন করবে বাংলাদেশ দল। ৮ তারিখ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলবে ডমিঙ্গো শিষ্যরা। এরপর ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখ কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখ অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। ১৩ অক্টোবর আবারও অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর রাতের আলোয় অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে বাংলাদেশ বিকাল ৪টায়।