কক্সবাজারে আজ (৭ ডিসেম্বর, রোববার) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল টাইগ্রেসরা।
এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের মেয়েরা।
তবে বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যের সামনে ৮ উইকেটে ৮৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা।
জবাবে ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে সহজে টার্গেট পেরিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কা মেরেছেন চারে নামা এই ব্যাটার।
৮ রানে ২ উইকেট হারানোর পর অচেনা জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন অচেনা।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত অচেনার। জুটিতে তাঁর সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে।
এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই বোলার হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।
টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।


