বাংলাদেশে-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ব্যস্ত সময়ই কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আগামী ১৪ নভেম্বর। এর পরপরই ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন বাবর আজমের দল। এই সফরে পাকিস্তান টেস্ট, ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আজ মঙ্গলবার সিরিজের সূচিও ঘোষণা হয়ে গেছে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা অবশ্য হবে টি-২০ দিয়ে। আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে পরের ম্যাচ দুইটি।
২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পাকিস্তানের বিপক্ষে এই দুটি ম্যাচ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে অভিযান শুরু হবে বাংলাদেশের। পাকিস্তান এর মধ্যেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলেছে।
পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ২০১৫ সালে। দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টির সিরিজে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। একমাত্র টি-টোয়েন্টি টেস্টটিও জিতেছিল বাংলাদেশই। তবে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০–তে।