ঢাকায় এসিসির সভা নিয়ে দ্বন্দ্ব, নিজেদের অবস্থান জানাল বিসিবি
ঢাকায় এসিসির সভা নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানাল বিসিবি। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত।
এমনকি ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়েও আপত্তি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি ঢাকায় সভা করার বিষয়ে বদ্ধপরিকর।
ঢাকায় এসিসির এজিএমের জন্য নির্ধারিত সময় আগামী ২৪ ও ২৫ জুলাই।
যার মাত্র একদিন বাকি থাকলেও পিসিবি ও বিসিসিআই কেউই তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি।
ফলে বিড়ম্বনায় পড়েছে এজিএমের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসিসির পূর্ণ সদস্য দেশ পাঁচটি। এর মধ্যে তিনটি সদস্যই যোগ দিতে চাইছে না এসিসি সভায়।