খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫

বাংলাদেশের বিপক্ষে আবারও বাবর, রিজওয়ান, শাহিনবিহীন পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আবারও বাবর, রিজওয়ান, শাহিনবিহীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
সপ্তাহখানেক বাদেই ঢাকায় আসবে পাকিস্তান, এ লক্ষ্যে আজ (৮ জুলাই, মঙ্গলবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

সালমান আগাকে অধিনায়ক করে ঘোষণা করা এ দলে জায়গা পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। পেসার নাসিম শাহকেও স্কোয়াডে রাখা হয়নি।
এ ছাড়া চোটের কারণে বাংলাদেশ এই টি–টোয়েন্টি সিরিজে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ।

দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় ভুগছিলেন শাদাব খান।
সম্প্রতি যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার করিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে।

এদিকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলা ফাস্ট বোলার হারিস রউফ গ্রেড-১ হ্যামস্ট্রিং চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। সে কারণে বাংলাদেশ সিরিজেও খেলা হচ্ছে না হারিসের।

পাকিস্তানের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল।
পিএসএলের নবম আসরে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

৪ ম্যাচে ৯ উইকেট নেওয়া এই ডানহাতি পেসারের গড় ছিল ১৫.০০ এবং ইকোনমি রেট ৯.৬৪।

বাংলাদেশের বিপক্ষে আবারও বাবর, রিজওয়ান, শাহিনবিহীন পাকিস্তান

পাকিস্তান দলের ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছানোর কথা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরের মে মাসে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড:

  • সালমান আগা (অধিনায়ক)
  • আবরার আহমেদ
  • ফাহিম আশরাফ
  • আহমেদ দানিয়াল
  • ফখর জামান
  • হাসান নওয়াজ
  • হুসাইন তালাত
  • খুশদিল শাহ
  • মোহাম্মদ হারিস
  • মোহাম্মদ আব্বাস
  • সাহিবজাদা ফারহান
  • সাইম আইয়ুব
  • মোহাম্মদ নওয়াজ
  • সুফিয়ান মুকিম ও
  • সালমান মির্জা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy