বাংলাদেশের বিপক্ষে আবারও বাবর, রিজওয়ান, শাহিনবিহীন পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আবারও বাবর, রিজওয়ান, শাহিনবিহীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
সপ্তাহখানেক বাদেই ঢাকায় আসবে পাকিস্তান, এ লক্ষ্যে আজ (৮ জুলাই, মঙ্গলবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
সালমান আগাকে অধিনায়ক করে ঘোষণা করা এ দলে জায়গা পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। পেসার নাসিম শাহকেও স্কোয়াডে রাখা হয়নি।
এ ছাড়া চোটের কারণে বাংলাদেশ এই টি–টোয়েন্টি সিরিজে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ।
দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় ভুগছিলেন শাদাব খান।
সম্প্রতি যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার করিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে।