আফগানিস্তানকে উড়িয়ে যুবাদের সিরিজ জয়
আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচ সিরিজের টানা তিন জয়ের মধ্যে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
সকালে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মেহরব হাসান। তবে ৬ রানের মধ্যেই তাঁরা হারিয়ে ফেলেন ২ উইকেট, ১ রান করা প্রান্তিক নওরোজের পর শূন্য রানে ফেরেন খালিদ হাসান। তবে আগের দুই ম্যাচের মত আজ ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি যুবাদের। আইচ মোল্লা’র দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইচ মোল্লা করেন ১৩০ বলে ১০৮ রান।
জবাবে রান তাড়ায় আফগানিস্তানের যুবারা প্রথম উইকেট হারায় ১৩তম ওভারে। তবে রান তুলতে হিমশিম খেয়েছে তারা। ১৯তম ওভারে দ্বিতীয় উইকেট হারানোর সময়ও তাদের রান ছিল মাত্র ৩৬। সাবাউন বানুরি ও সুলিমান সাফি—দুই আফগান ওপেনারকেই ফিরিয়েছেন অফ স্পিনার আরিফুল ইসলাম। এরপর আফগান মিডল অর্ডারে কাউকে দাঁড়াতে দেননি নাইমুর রহমান নয়ন। তিনি একাই তুলে নেন পাঁচ উইকেট।
৩৯.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে বাংলাদেশ জয় পায় ১২১ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি ৭ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বর শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। এই সিরিজ দিয়েই শুরু হলো বাংলাদেশের যুবাদের আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।