মেসির রাজকীয় প্রত্যাবর্তনে জয় পেল পিএসজি
ফ্রাঞ্চের বিপক্ষে কাতার বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছুটি কাটিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর ম্যাচে খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন তিনি।
অ্যাঙ্গার্সকের বিপক্ষে বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে পিএসজি। তবে এই ম্যাচে দলে ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। এরপর বাকি কাজটা নিজেই সারেন তিনি। ২৪তম মিনিটে মেসির চমৎকার ফ্রি কিকে সার্জিও রামোসের হেড কোনোমতে ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক। দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি। ৩৩তম মিনিটে মেসির আরো একটি শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে অ্যাঙ্গার্স। তবে একাধিক সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেনি দলটি। ৬০তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আব্দাল্লা সিমা। ৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও পড়ে গোলের পক্ষে বাঁশি বাজান রেফারি।
৮৩তম মিনিটে মেসির দুর্দান্ত কারিকুরির পর বল জালে পাঠান নেইমার। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৯০তম মিনিটে তার ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।