কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল?
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াইয়ের সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও এক বিশাল ব্যাপার।
কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল তা জানিয়েছে উয়েফা।
উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে।
ঠিক তার পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।



