আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আফগানিস্তান স্বাগতিক হলেও নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হতো সে সিরিজ। কিন্তু সিরিজের দুই মাস আগেই সেটা বাতিল জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সিদ্ধান্তটা শুধু বোর্ডের নয়, অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বোর্ডটি জানায়, সম্প্রতি তালিবানরা আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করায় তারা সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। একই দিন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসও আফগানিস্তানের নারীদের ওপর কড়াকাড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। ফলে সিরিজে অংশ না নিলে পয়েন্ট হারাতে হতে পারে অজিদের। তবে কাজটা অস্ট্রেলিয়া প্রথমবার করেছে এমন নয়, ২০২১ সালের নভেম্বরে নারীদের ওপর তালিবান সরকারের বিতর্কিত নীতির কারণে হোবার্টের একমাত্র টেস্ট স্থগিত করে অস্ট্রেলিয়া।
এবারের সিরিজে না খেললেও আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২০২৬ সালের আগে আরও দুটি সিরিজে মুখোমুখি হওয়ার কথা আছে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের। ২০২৪ সালের আগস্টে নিরপেক্ষ ভেন্যুতে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৬ সালের আগস্টে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আফগানিস্তান যাবে অস্ট্রেলিয়ায়।