সিলেট স্ট্রাইকার্সের তরুণ তৌহিদ হৃদয় নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন।
টানা তিন ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কারের দূর্লভ কৃতিত্বের অধিকারী হয়েছেন মঙ্গলবার। আগের দুই ম্যাচে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরির সুবাদে জিতেছিলেন সেরার পুরস্কার।
মঙ্গলবার শেরে বাংলায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০‘র ঘরে পৌঁছে আবারও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়।
কিন্তু এ কৃতিত্ব ও সুখটা মাঠে থেকে উপভোগ করতে পারেননি। ফিল্ডিংয়ের সময় বলের সিমের আঘাত লেগে বাঁ হাতের তালু এবং আঙ্গুল ফেটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
শুধু হাত ও আঙ্গুল ফেটে ঢাকা ডোমিনেটরস ইনিংসের ১২ নম্বর ওভারে মাঠ ত্যাগই নয়, ফেটে যাওয়া জায়গায় ৮টি সেলাই দিতে হয়েছে তৌহিদ হৃদয়ের এবং বিসিবি চিকিৎসকরা তাকে ২ সপ্তাহর পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এর অর্থ চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তৌহিদ হৃদয়ের।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়ার ম্যানেজার মিনহাজউদ্দীন খান মঙ্গলবার গভীর রাতে এ তথ্য জানিয়েছেন।