খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

জন্মদিন আর আন্তর্জাতিক রান মিলেছে যেখানে

0

৮ই এপ্রিল ১৯৬৩, অর্থাৎ আজকের দিনে জন্মেছিলেন ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন অ্যালেক স্স্টুয়ার্ট।

মজার ব্যাপার হলো জন্মদিন ৮-৪-৬৩’ র মত তার টেস্ট রান সংখ্যাও একই ৮৪৬৩ অর্থাৎ আট হাজার চারশ তেষট্টি রান।।

বাবা মাইকেল জেমস স্টুয়ার্টও ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। পরবর্তীতে কোচের দায়িত্ব নিলে তার সময়েই ১৯৯০ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ছেলে অ্যালেক স্টুয়ার্টের।

২০০৩ সালে অবসর নেয়ার আগ পর্যন্ত ১৩৩ টেস্টে ৪০ গড়ে করেন সেই ৮৪৬৩ রান।

ওয়ানডেতেও দারুন খেলতেন স্টুয়ার্ট। দেশের হয়ে ৯২ বিশ্বকাপটা প্রায় জিতেই যাচ্ছিলেন। ফাইনালে ইমরান খানের পাকিস্তানের কাছে ২২ রানে হেরে সেটি আর হয়নি। তবে ইংল্যান্ডকে ঘরের মাঠে ১৯৯৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্টের কথা বলতে গিয়ে তার উইকেটরক্ষক সত্তাকে ভুলে গেলে চলবে না। টেস্ট-ওয়ানডে মিলিয়ে আছে সাড়ে চারশোর বেশি ডিসমিসাল। তাই একজন আদর্শ উইকেট রক্ষক ব্যাটম্যানের প্রকৃত উদাহরন হয়ে চিরকাল মনে থাকবেন তিনি।

জন্মদিন এ শ্রদ্ধা অ্যালেক জেমস স্টুয়ার্ট।

এনস্পোর্টস/ক্রিকেট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy