শেষ বিকেলে শান্ত-জাকিরের ব্যাটে স্বস্তি, জয়ের জন্য প্রয়োজন ৪৭১ রান
জিততে হলে সাগরিকার মাঠে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাংলাদেশের। সফরকারী ভারতের দেওয়া ৫১৩ রানের বিশাল লক্ষ্যের সামনে এমন সমীকরণ নিয়ে ব্যাট করতে নেমে-তৃতীয় দিনের শেষ বিকেলটা বেশ স্বস্তি নিয়ে পার করেছে সাকিব আল হাসানের দল। জয়ের জন্য প্রয়োজন ৪৭১ রান এবং হাতে দুই দিন সময়।
তৃতীয় দিনে ৮ উইকেটে ১৩৩ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ১৭ রান তুলতেই শেষ দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফলে টাইগাররা ফলোঅনে পড়লেও ভারতীয় দল পুনরায় ব্যাট করতে নামে।
শুভমান গিল এবং চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৩।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪২ রান। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ২৫ এবং জাকির ১৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করবে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ভারত (প্রথম ইনিংস)- ৪০৪/১০ (১৩৩.৫ ওভার) (পূজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, পান্ত ৪৬, কুলদিপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৫০/১০ (৫৫.৫ ওভার) (শান্ত ০, জাকির ২০ ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ২৫, এবাদত ১৭; কুলদীপ ৫/৪০, সিরাজ ৩/২০)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৫৮/২ ডিক্লে (৬১.৪ ওভার) (রাহুল ২৩, গিল ১১০, পূজারা ১০২*, কোহলি ১৯*; খালেদ ১/৫১)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ৪২/০ (১২ ওভার) (শান্ত ২৫*, জাকির ১৭*)