খালি হাতে ফিরছে না বাংলাদেশ; দুই জয়ের সাথে দেড় কোটি টাকা
বিশ্বকাপের মত বড় আসরের সেমিফাইনালে হাত ছোঁয়া দূরত্বে গিয়েও আরও একবার স্বপ্নের মৃত্যু ঘটল বাংলাদেশের। আজ অ্যডিলেডে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সাকিব আল হাসান গংরা।
সুপার ফোরের সেই মিশনে ব্যর্থ হলেও একেবারে খালি হাতে ফিরছে না লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার টুয়েল্ভে দুই জয় তো আছেই; সেই সাথে টাকার হিসেবেও বড় অঙ্ক নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, এবারের আসরে সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলা ৮ দল পাবে ৭০ লাখ টাকা করে। আর এই পর্বে প্রতি ম্যাচ জয়ে দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। সেই হিসেবে বাংলাদেশ দল প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে।
সেমিফাইনালে উঠা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে; সেই দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে।