জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় ভারতের, সেমিতে প্রতিপক্ষ ইংল্যান্ড
মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি হয়ে পড়ে নিয়মরক্ষার। আর সেই ম্যাচেই রাজাদের বিপক্ষে দাপট রেখেই ৭১ রানের বিরাট ব্যবধানে জিতল রোহিত শর্মার দল। তাতেই গ্রুপ ২-এর পয়েন্ট টেবলে শীর্ষে থেকেই সেমিফাইনালে পা রাখল ভারত। শেষ চারে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লোকেশ রাহুলের অর্ধশতরান এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব। রাহুলের ৩৫ বলে ৫১ এবং সূর্যর ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বিশাল স্কোর ভারতের। ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন শন উইলিয়ামস।
এই রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ২ রানে ২ উইকেট হারালেও টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক সিকান্দার রাজা ২৪ বলে ৩৪ এবং রায়ান বার্ল ২২ বলে ৩৫ রান করেন। ৩৫ বলে ৬০ রানের জুটি গড়ে তারা। এই জুটি ভাঙতেই ক্রমশ ছোট হতে থাকে জিম্বাবুয়ের ইনিংস। শেষ অবধি ১৭.২ ওভারেই ১১৫ রানে জিম্বাবুয়ের ইনিংসের ইতি।